ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন সামরিক সহায়তা শিগগিরই না পৌঁছালে ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার কাছে আরো অঞ্চল ছেড়ে দিতে হবে। মার্কিন কংগ্রেসে আটকে থাকা বেশ কয়েক শ কোটি ডলারের সহায়তা তহবিল পাসের জন্য তাগিদ দিয়ে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেন, ‘সহায়তা খুবই জরুরি। দ্রুত তা না পেলে ইউক্রেনের প্রধান শহরগুলো বিপর্যয়ের মধ্যে পড়তে পারে।