NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

জন্মদিনে ছেলেকে গাড়ি দিলেন মাহি, পাশে ছিলেন না সাবেক স্বামী


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ০৩:৪৮ এএম

জন্মদিনে ছেলেকে গাড়ি দিলেন মাহি, পাশে ছিলেন না সাবেক স্বামী

গতকাল ছিলো চলচ্চিত্র তারকা মাহিয়া মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশের জন্মদিন। বেশ ঘটা করেই ছেলের প্রথম জন্মদিন পালন করলেন এই নায়িকা। তবে ছেলের জন্মদিনে ছিলেন না সদ্য ‘সাবেক’ হয়ে যাওয়া স্বামী রাকিব সরকার। তবে সেই কষ্ট অনেকটাই লাঘব হতে পারে একমাত্র ছেলের জন্মদিনে পাওয়া বিভিন্ন অঙ্গনের তারকাদের শুভেচ্ছা বার্তায়।

জন্মদিন উপলক্ষে গতকাল অনেকেই ফারিশকে শুভেচ্ছা জানিয়েছেন। মা হিসেবে মাহির যাত্রা শুভ হোক করেছেন সেই কামনাও। তবে দিন শেষে ছেলেকে একটা অভূতপূর্ব উপহার দিয়েছেন মাহি। একটা টকটকে লাল রঙের গাড়ি উপহার দিয়েছেন ফারিসকে।
অনেকেই বলছেন গাড়ির মূল্য প্রায় কোটি টাকা। ছেলেকে উপহার দেয়ার সেই ভিডিও পোস্ট করে মাহি লিখেছেন, ‘আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি’। ছবি ও ভিডিওতে মা ছেলেকে হাসি মুখেই দেখা গেছে।

 

এরআগে অবশ্য ঘটা করে কেক কেটেছেন ছেলের জন্মদিনের।

সেইসব ছবি পোস্ট করে ক্যাপশনে এই তারকা লিখেন- ‘আমার সবচেয়ে খুশির দিন। শুভ জন্মদিন বাবা ‘ ছবিতে দেখা গেছে মাহির কান্না ভেজা চোখ। বাসায় কেক কাটার সময় ছিলেন মাহির বাবা-মা ও নিকট আত্নীয়রা। তবে দেখা যায়নি সাবেক স্বামী রাকিব সরকারকে। কিংবা ছেলেকে নিয়ে কোনো পোস্টও দিতে দেখা যায়নি তাকে।

 

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘরে ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানের জন্ম হয়। তবে ছেলের বয়স এক বছর পূর্ণ হওয়ার আগেই গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই চিত্রনায়িকা। পরে জানান তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে। 

এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের। বর্তমানে ফারিশকে নিয়ে নিজের বাবা-মায়ের কাছেই আছেন মাহিয়া মাহি।

এখন নিজের লুক বদলাচ্ছেন অভিনেত্রী। ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি।