NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো না দেওয়ায় যুক্তরাষ্ট্রের ওপর চটেছেন নেতানিয়াহু


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ০৬:২৪ পিএম

যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো না দেওয়ায় যুক্তরাষ্ট্রের ওপর চটেছেন নেতানিয়াহু

অবশেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করল। যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান পরিবর্তন করে ভেটো দেওয়া থেকে বিরত থাকার পর প্রস্তাবটি পাস হলো। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো না দেওয়ায় যুক্তরাষ্ট্রের ওপর বেশ চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ওয়াশিংটনে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের পরিকল্পিত সফর বাতিল করেছেন।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র আগের অবস্থান থেকে পিছু হটে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র জাতিসংঘে তাদের নীতি থেকে সরে গেছে। দুঃখজনকভাবে তারা নতুন প্রস্তাবনাতে ভিটো দেয়নি। যে প্রস্তাবনায় যুদ্ধবিরতির আহ্বান জিম্মি মুক্তির শর্তসাপেক্ষে নয়।

এতেই স্পষ্ট হয়, গাজায় যুদ্ধ শুরুর সময় থেকে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল তা থেকে তারা সরে গেছে।

 

সেখানে আরো বলা হয়, “এ ঘটনায় হামাস এটাই মনে করবে যে, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল জিম্মিদের মুক্তি ছাড়াই যুদ্ধবিরতি মেনে নেবে।” বিবৃতিতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্র তাদের নীতি থেকে সরে গেলে এবং ক্ষতিকর প্রস্তাবনায় ভেটো না দিলে তিনি যুক্তরাষ্ট্রে ইসরায়েলি প্রতিনিধিদলের সফর বাতিল করবেন। বিষয়টি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ প্রস্তাবনা পাসের আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন।

তাই যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন, উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল ইসরায়েলেই থাকবে।’ 

 

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পূর্ববর্তী তিনটি প্রস্তাবে ভেটো দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সোমবার নতুন এই প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত ছিল। প্রেসিডেন্ট জো বিডেনের প্রশাসন এমন এক সময় এই সিন্ধান্ত নিয়েছেন যখন, ফিলিস্তিনে বহু বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না। সেখানে অনাহারে ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হচ্ছে।

এদের মধ্যে শিশুরাও রয়েছে। 

 

সোমবার জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থার একজন স্বাধীন বিশেষজ্ঞ বলেছেন, ‘গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। এটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত বহু কারণ রয়েছে।’ আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মকর্তারা বলছেন, গাজা উপত্যকার ২.৩ মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এবং উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ আসন্ন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ৩২ হাজারের বেশি মানুষ ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৭৪ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনী বেসামরিক ও সশস্ত্র যোদ্ধাদের মধ্যে কোনো ধরনের পার্থক্য ছাড়াই নির্বিচারে তাদের হত্যা করছে। নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।