মাত্রই জন্মদিন পালন করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জন্মদিনের একদিন পরেই পেলেন সুসংবাদ। এবার বিজেপির প্রার্থী হচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। কঙ্গনাকে নির্বাচনের টিকিট দিয়েছে বিজেপি।
খবর প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪, ১০:২৬ পিএম
মাত্রই জন্মদিন পালন করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জন্মদিনের একদিন পরেই পেলেন সুসংবাদ। এবার বিজেপির প্রার্থী হচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। কঙ্গনাকে নির্বাচনের টিকিট দিয়েছে বিজেপি।
বিজেপির পক্ষ থেকে ২৪ মার্চ রাতে প্রকাশ্যে আনা হয় তাদের পঞ্চম প্রার্থী তালিকা। আর সেখান থেকেই জানা গেল জল্পনা সত্য করে কঙ্গনা রানাওয়াত এবার সত্যি সত্যিই বিজেপির পক্ষ থেকে টিকিট পেয়েছেন। তিনি লড়ছেন আসন্ন লোকসভা নির্বাচনে।
এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হতেই একটি টুইট করে কঙ্গনা।
সম্প্রতি বিয়ের প্রসঙ্গে আলোচনায় উঠে আসেন অভিনেত্রী। জোরালো গুঞ্জন চলছে, ভারতের লোকসভা ভোটের পরেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী! ইতোমধ্যেই জনপ্রিয় এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে দেখা করে বিয়ের পোশাকও বানিয়ে ফেলেছেন কঙ্গনা। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের বদলে হিমাচল প্রদেশে ছিমছাম বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়েই পাত্রের গলায় মালা দেবেন অভিনেত্রী। সূত্র বলছে, কঙ্গনার হবু স্বামী বলিউডের কেউ নন। তাঁর হবু বর বিদেশে থাকেন এবং জনপ্রিয় ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরেই নাকি এই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেম করছেন কঙ্গনা। আর এবার বিয়ের পালা।