NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

নিউইয়র্কের গ্রিনিচ ভিলেজে ‘শব্দগুচ্ছ’ কবিতা সংকলনের প্রকাশনা উৎসব


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:৫৩ পিএম

নিউইয়র্কের গ্রিনিচ ভিলেজে ‘শব্দগুচ্ছ’ কবিতা সংকলনের প্রকাশনা উৎসব

নিউ ইয়র্ক থেকে প্রকাশিত কবিতাবিষয়ক পত্রিকা ‘শব্দগুচ্ছ’ তাদের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রকাশ করেছে পত্রিকাটিতে গত ২৫ বছরে ছাপা হওয়া নির্বাচিত কবিতার সংকলন।৫৯ দেশের ২২৯ কবির কবিতা নিয়ে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি অ্যান্থোলজি’ শিরোনামে এটি সম্পাদনা করেছেন বাংলাদেশি-আমেরিকান হাসানআল আব্দুল্লাহ।

শনিবার নিউ ইয়র্কের গ্রিনিচ ভিলেজের কমিউনিটি হলে বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করে ‘ডার্কলাইট পাবলিশিং হাউজ’।অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে যোগ দেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক নিকোলাস বার্ন্স।

তিনি নতুন সংকলনটির গুরুত্ব তুলে ধরে বলেন, “কিছু কবি আছেন যারা বিশ্বসাহিত্যের সংকলনে যুক্ত হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু বড় বড় প্রকাশকের প্রকাশনা জটিলতার কারণে তাদেরকে এসব সংকলনে যুক্ত করা হয় না। হাসানআল আব্দুল্লাহ সম্পাদিত এই সংকলনটি সেই দিক থেকে সফল।”

অধ্যাপক নিকোলাস বার্ন্স আইরিস কবি গ্যাব্রিয়েল রজেনেস্টাক, ব্রিটিশ কবি এলেন গারফুট, পোলিশ কবি ক্যাথারজিনা জরজিউ, মার্কিন কবি রবার্ট ডান ও এলিসা অস্ট্রিকার এবং বাংলাদেশের কবি শামসুর রাহমান ও হুমায়ুন আজাদের কবিতা পড়ে শোনান। তিনি তার আলোচনা শেষ করেন তারই অনূদিত কবি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ পাঠের ভেতর দিয়ে।

কবি ও পদার্থবিজ্ঞানী অধ্যাপক সুলতান ক্যাটো ‘শব্দগুচ্ছ’ পত্রিকার সঙ্গে তার হৃদ্যতার কথা তুলে ধরে বলেন, “আমি বিজ্ঞানচর্চা করি, কিন্তু যারা আমাকে কবিতায় এনেছেন, তাদের মধ্যে হাসানআল আব্দুল্লাহ অন্যতম। আমি এখন পদার্থবিদ্যার সঙ্গে সঙ্গে কবিতা নিয়েও বিশ্বভ্রমণে অংশ নিই।”অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেক্সিকান কবি-প্রকাশক রবার্টো মেন্ডোজা আয়েলা ও কবি-শিক্ষাবিদ নাজনীন সীমন।

বইটির সম্পাদক হাসানআল আব্দুল্লাহ বলেন, “পৃথিবীর যে অংশের কবিই বইটি হাতে নেবেন, তার জন্য এই সংকলনে নিজেকে একীভূত করার সুযোগ রয়েছে। কবিতার মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ববোধ জাগ্রত করে যে শান্তির পথ খুঁজে পাওয়া যায়, এই সংকলনটি তারই নির্দেশক।”

তিনি লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস ও কবি জোন ডিকবির লেখা ভূমিকা থেকে কিছু অংশ পড়ে শোনান এবং ক্যান্সারে আক্রান্ত এই কবির রোগমুক্তি কামনা করেন।