আগামী ৮ এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। এই সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এদিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। এতে দিনে নামবে রাতের মতো অন্ধকার।
খবর প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪, ০৭:১৯ পিএম
আগামী ৮ এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। এই সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এদিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। এতে দিনে নামবে রাতের মতো অন্ধকার।
এদিকে সম্পূর্ণ সূর্যগ্রহণের কারণে ৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে শত শত স্কুল বন্ধ রাখা হবে এবং কিছু স্কুলে অন্ধকার নামার আগেই ছুটি দিয়ে দেওয়া হবে।সূর্যগ্রহণ মোট ৪ ঘণ্টা ২৫ মিনিট স্থায়ী হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন থেকে এই সূর্যগ্রহন দৃশ্যমান হবে। টেনেসি এবং মিশিগানের মতো ছোট অংশগুলোতেও অন্ধকার দেখা দিবে।
সংবাদমাধ্যম নিউজউইকের তথ্য অনুসারে, এদিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। তখন সূর্যের রশ্মি পৃথিবীতে পৌঁছাতে পারে না। ফলে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অঙ্গরাজ্য অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে।
নিরাপত্তা নিয়েও ভাবছে দেশটির কর্তৃপক্ষ। টেক্সাসে বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় এবং স্বাভাবিক কাজ করার জন্য দেওয়া হবে বিশেষ চশমা। এ ছাড়া নাসা সতর্ক করে বলেছে, সরাসরি সূর্যের দিকে তাকানো যাবে না। এতে চোখের ক্ষতি হতে পারে। বিজ্ঞানীরা পূর্ণ সূর্যগ্রহণ দেখার সময় বিশেষ চশমা পরতে বলেছেন।
দূরবীন, টেলিস্কোপ বা ক্যামেরার লেন্সের মাধ্যমে উজ্জ্বল সূর্যের কোন অংশ দেখতে হলে, বিশেষ সোলার ফিল্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। চোখের ক্ষতি এড়াতে পিনহোল প্রজেক্টর কার্যকর বলে জানিয়েছে বিজ্ঞানীরা। এ ছাড়া সূর্যগ্রহণ দেখতে বিশাল জনসমাগম সামলাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, আগামী ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে সর্বপ্রথম সূর্যগ্রহণ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দেখা যাবে। চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায় ২১ আগস্ট ২০১৭ সালে। নাসা বলছে ২১৫ মিলিয়নেরও বেশি আমেরিকান প্রাপ্তবয়স্করা সরাসরি বা অনলাইনে এই সূর্যগ্রহন দেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দৃশ্যমান পরবর্তী সূর্যগ্রহণ ২০৪৪ সালের আগে আর হবে না।