NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বড় আশা হাতুরাসিংহের


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৯:০৩ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বড় আশা হাতুরাসিংহের

টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুই চক্রে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল বাংলাদেশ। সব মিলিয়ে জয় মাত্র একটি। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়টি এসেছিল সর্বশেষ চক্রে। সেই জয়কে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন দিগন্ত হিসেবে ভাবা হলেও, আদতে অবস্থার খুব বেশি পরিবর্তন ঘটেনি।

 

এখনো টেস্ট ক্রিকেটে পায়ের নিচে শক্ত মাটি খুঁজে ফিরছে বাংলাদেশ। এর মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি নতুন চক্রে বড় আশা বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহের। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল থেকে দুই টেস্ট সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ সেই আশার কথা শুনিয়েছেন হাতুরাসিংহে।

নতুন চক্রে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ।

পূর্ণ মেয়াদে নেতৃত্ব পাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তাঁর নেতৃত্বে ঘরের মাঠে প্রথমবার কিউইদের বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ। অবশ্য মিরপুরে স্বাগতিকরা দ্বিতীয় টেস্ট হারায় সিরিজ ড্র হয়েছিল।

 

নতুন চক্রে ঘরের মাঠের সিরিজগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন হাতুরাসিংহে, ‘এই চক্রে টেস্ট ক্রিকেট নিয়ে আমাদের আশা অনেক বেশি।

আমরা এরই মধ্যে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজ খেলেছি। ঘরের মাঠে আমরা যদি বেশির ভাগ ম্যাচ জিততে পারি, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ পর্যায়ে প্রতিযোগী হিসেবে আমাদের ভালো সুযোগ থাকবে। ঘরের বাইরে কিছু সিরিজ আসছে। সেগুলো ওপরের র‌্যাংকিংয়ের দলের বিপক্ষে, নিশ্চিতভাবে চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কা খুবই সম্ভাবনাময় ও অভিজ্ঞ দল।
এই সিরিজটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জের। তবে আমরা প্রস্তুত।’

 

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি। মুশফিকের অনুপস্থিতিতে তরুণদের সুযোগ দেখছেন হাতুরাসিংহে, ‘মুশির অভিজ্ঞতা আমরা মিস করব। এ ধরনের অভিজ্ঞতার বিকল্প খুঁজে বের করা খুবই কঠিন। একই সঙ্গে আমাদের তরুণ খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। হৃদয় দলে যোগ দিয়েছে। দুজন তরুণ ব্যাটার আছে দলে, দিপু ও সাদমান। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময়। আমি তাদের বলব, এই সুযোগগুলো যেন তারা দুই হাতে লুফে নেয়।’