নামে-ভারে ফিলিস্তিন অনেক এগিয়ে থাকা দল। এমন প্রতিপক্ষের বিপক্ষে রক্ষণেই বেশি মনোযোগ রাখতে হবে। তবে প্রতিআক্রমণে গোলেরও সুযোগ আসবে। সেই সু্যোগটাই কাজে লাগাতে চান রাকিব,'অনেকদিন ধরে এক সঙ্গে অনুশীলন করলাম আমরা। কোচ আমাদের ডিফেন্ডিং, অ্যাটাকিং এসব নিয়ে কাজ করিয়েছেন। অনেক নতুন খেলোয়াড় আসছে। এক সঙ্গে অনুশীলন করার জন্য ভালো কম্বিনেশন হয়েছে। একজন খেলোয়াড় হিসেবে বলব, ম্যাচে যদি সামনে সুযোগ পাই তা গোলে পরিণত করার চেষ্টা করব।'
সৌদিতে নিবিড় অনুশীলন শেষে বাংলাদেশ দল এখন কুয়েতে ম্যাচের ছক আঁকতে শুরু করে দিয়েছে। প্রতিপক্ষ নিয়ে মাঠ ও টিম হোটেলে নানা ভাবে কাটাছেঁড়া করা হচ্ছে। রাকিব যেমন বলছিলেন,'কোচ এসব নিয়ে (প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা) কাজ করছে, আজকেও ভিডিও সেশন ছিল আমাদের। ওদের শক্তির দিকগুলো এবং দুর্বলতা নিয়ে কাজ করেছি। জানি ওরা অনেক শক্তিশালী দল কিন্তু আমরাও জেতার জন্য চেষ্টা করব।'
কুয়েতে অনেক বাঙালীর বসবাস। সেখানে পৌঁছানোর পর বিমানবন্দরেই প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনায় বেশ সহজ একটি পরিবেশও পেয়েছেন রাকিব-জামাল ভূঁইয়ারা। কুয়েত ফিলিস্তিনের হোম ভেন্যু, তবে ম্যাচে বাংলাদেশও যথেষ্ট সমর্থন পাবে বলে আশা করছেন ফুটবলাররা। রাকিবেরও আশা সেরকমই,'সৌদি ও এখানকার আবহাওয়া প্রায় একই, ঠাণ্ডা। এটা আমাদের অনেক কাজে দিবে। এখানে অনেক প্রবাসী আছে। তাঁরা অনেক আগ্রহী। আশা করি মাঠে এসে আমাদের সমর্থন জানাবে।'