সাদা বলে হৃদয় জয় করেছেন তাওহিদ হৃদয়। তারই পুরস্কার হিসেবে এবার টেস্ট দলেও ঢুকে পড়লেন এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে কিপিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। তাতে আগামীকাল শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজ থেকেই ছিটকে পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।