ভারতের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে সবার ওপরের দিকেই থাকবে ‘পঞ্চায়েত’ সিরিজটি। গ্রামীণ জীবনের মিষ্টি গল্পে নির্মিত সিরিজটি ব্যাপক আলোড়ন ফেলেছিল দর্শকমহলে। সফল দুটি সিজন শেষ করার পর এটির তৃতীয় সিজনের অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা। ঘোষণা ছিল, নতুন বছরের শুরুতেই আসতে চলেছে সিরিজটির তৃতীয় সিজন।
অ্যামাজন প্রাইম ভিডিওতে মঙ্গলবার (১৯ মার্চ) একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাইম ভিডিওর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি নতুন ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে ওটিটি বিশ্বের কিছু বড় শিরোনাম রয়েছে যেমন ‘মির্জাপুর ৩’, ‘পঞ্চায়েত ৩’, ‘পাতাললুক ২’-এর মতো দুর্দান্ত সব সিরিজ। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও সিরিজগুলো যে মুক্তির কাছাকাছি, তা নিয়ে আর সন্দেহ নেই।
২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পঞ্চায়েত’ সিরিজটি। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ায় ২০২২ সালে এর দ্বিতীয় সিজন আসে।