হামাসের ওপর আরো নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ)। ইইউ-এর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইইউর কূটনীতিক জোসেপ বরেল জানিয়েছে, হামাসের বিরুদ্ধে আরো বেশ কিছু নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
খবর প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৪, ১১:২২ এএম
হামাসের ওপর আরো নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ)। ইইউ-এর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইইউর কূটনীতিক জোসেপ বরেল জানিয়েছে, হামাসের বিরুদ্ধে আরো বেশ কিছু নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
সোমবার ব্রাসেলসে এই বৈঠকে বসেছিলেন পররাষ্ট্র মন্ত্রীরা। সেখানে ইউক্রেন যুদ্ধ, বেলারুশের পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের অবস্থা নিয়ে আলোচনা হয়।
ইসরায়েলিদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ
বরেল জানিয়েছেন, এই প্রথম পশ্চিম উপকূলের ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল ইইউ। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে পশ্চিম উপকূলের ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আলোচনায় ভেটো দিয়েছে হাঙ্গেরি। কিন্তু এদিন তারা সহমত হয়েছে বলে জানা গেছে। আমেরিকা এবং যুক্তরাজ্যও ওই এলাকার ইসরায়েলিদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিয়েছে।
বৈঠকে জার্মানি অবশ্য একটি কথা স্পষ্টভাবে জানিয়েছে। তাদের বক্তব্য, হামাস এবং পশ্চিম উপকূলের কিছু ইসরায়েলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা গ্রহণ করা হলেও তারা হামাস এবং ইসরায়েলিদের এক ছকে ফেলছে না। হামাসকে তারা এখনো সন্ত্রাসী সংগঠন বলে মনে করে।
ইউক্রেনের জন্য
এদিন ইউক্রেনের জন্য পরবর্তী প্যাকেজ ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামরিক এবং মানবিক সাহায্যের জন্য ৫ বিলিয়ন ইউরোর একটি প্যাকেজ ঘোষণা করা হবে। নীতিগতভাবে সকলে এ বিষয়ে সহমত হয়েছেন। এক্ষেত্রেও হাঙ্গেরি আগে ভেটো দিয়েছিল।
ভোট পরবর্তী রাশিয়ায় ৩০ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণার কথাও বলা হয়েছে এদিনের বৈঠকে। নাভালনির মৃত্যুর সঙ্গেও এদের অনেকের যোগ আছে বলে অভিযোগ উঠেছে। এদিন গাজার পরিস্থিতি এবং বেলারুশের পরিস্থিতি নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রীদের।