NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

ইয়েমেনের বাণিজ্যিক জাহাজের কাছে বিস্ফোরণ


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৪, ০৬:০৭ পিএম

ইয়েমেনের বাণিজ্যিক জাহাজের কাছে বিস্ফোরণ

ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে যাত্রা করা একটি জাহাজ রবিবার কাছাকাছি একটি বিস্ফোরণের খবর দিয়েছে বলে একটি ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা বলেছে।

ইউনাইটেড কিংডম মেরিন ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, একটি বাণিজ্যিক জাহাজ ‘জাহাজের কাছাকাছি একটি বিস্ফোরণের খবর দিয়েছে’। এতে কেউ হতাহত বা কোনো ক্ষতি হয়নি।

যুক্তরাজ্যের রয়াল নৌবাহিনী পরিচালিত ইউকেএমটিও বলেছে, ইয়েমেনের ‘এডেন থেকে ৮৫ নটিক্যাল মাইল পূর্বে’ জাহাজটি যাত্রা করার সময় বিস্ফোরণটি আঘাত হানে এবং জাহাজটি ‘তার পরবর্তী বন্দরের দিকে এগিয়ে যাচ্ছিল’।

তবে সংস্থাটি জাহাজটি শনাক্ত করেনি।

 

এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা হয়রানিমূলক হামলা সম্প্রসারণের হুমকি দেওয়ার পর এ হামলা হলো, যা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করছে। বিদ্রোহীরা গত চার মাসে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

তাদের মতে, এ পদক্ষেপগুলোর মাধ্যমে তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

 

লোহিত সাগরে জাহাজ চলাচল রক্ষার জন্য একটি আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্র জানুয়ারির মাঝামাঝি থেকে ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ‘পাঁচটি মনুষ্যবিহীন সারফেস ভেসেল ও একটি’ ড্রোন ধ্বংস করেছে। এর আগে তারা লোহিত সাগরের দিকে হুতিদের ছোঁড়া একটি ড্রোনকে গুলি করার কথা বলেছিল।

 

এই ধরনের পাল্টাপাল্টি হামলার শিপিং ইন্স্যুরেন্সের খরচ বেড়ে যাচ্ছে এবং অনেক সংস্থাকে তাদের জাহাজের রুট আফ্রিকার দক্ষিণ প্রান্তে ঘুরিয়ে দিতে বাধ্য করছে। বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল-হুতি বৃহস্পতিবার বলেছেন, তারা আফ্রিকার কেপ অব গুড হোপের আশপাশে দীর্ঘ পথ ধরে জাহাজগুলোতে তাদের আক্রমণ প্রসারিত করবে।