বিকেএসপিতে তখন সিটি ক্লাবের বিপক্ষে বোলিং করছেন, এমন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ। চোটে পড়া তানজিম হাসান সাকিবের জায়গায় এই ডানহাতি পেসারকে সুযোগ দিয়েছে বিসিবি।
বিকেএসপির চার নম্বর মাঠে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছেন হাসান। জানা গেছে, এই ম্যাচ শেষ করে রাতে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।