পাকিস্তানের কোচ হওয়া নিয়ে গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় শেন ওয়াটসন। বিশেষ করে টাকার অঙ্কের কারণে। পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারকে কোচ হিসেবে পেতে বছরে প্রায় ২২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে এই বিশাল টাকার অঙ্কও ওয়াটসনের মন গলাতে পারেনি।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, অল্প সময়ের ভেতর এসব প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসা কঠিন ওয়াটসনের জন্য। পূর্ণমেয়াদে পাকিস্তানের কোচ হলে দ্রুতই তাঁকে দায়িত্ব নিতে হবে। যেহেতু এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে পাকিস্তানের।
কোচের দৌড় থেকে ওয়াটসন সরে যাওয়ায় শূন্য পদ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে হবে পাকিস্তানকে।