পিরোজপুর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ।
ট্রলারের জেলে মৃদুল জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুইবার জাল ফেলে ৯০টি লাক্ষা মাছ ধরতে পেরেছেন তাঁরা। প্রতিটি মাছের ওজন ১০-২০ কেজির মধ্যে। মাছগুলো গত শুক্রবার সকালে পিরোজপুরের বাদুড়া মৎস্য অবতরণকেন্দ্রে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়।