NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

মারা যাননি পথের পাঁচালীর ‘দুর্গা’খ্যাত উমা দাশগুপ্ত


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

মারা যাননি পথের পাঁচালীর ‘দুর্গা’খ্যাত উমা দাশগুপ্ত

কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি পথের পাঁচালী। শুধু কলকাতাই নয়, ভারতীয় তথা বিশ্ব চলচ্চিত্র অঙ্গনেও প্রশংসিত এই চলচ্চিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টিকে বইয়ের পাতা থেকে সেলুলয়েডে পর্দায় এনেছিলেন সত্যজিৎ। সেই কালজয়ী সৃষ্টি দেশ থেকে বিদেশের মাটিতে আজও সমাদৃত।

সেই সিনেমায় ছোট্ট দুর্গীর চরিত্রটা আজও চিরসবুজ দর্শকদের মনে। দুর্গার চরিত্রে অভিনয় করেছিলেন আজকের বর্ষীয়ান অভিনেত্রী উমা দাশগুপ্ত। পর্দার সেই প্রাণোচ্ছল হাসি সত্যিই ভোলার নয়। তবে হঠাৎ করেই গুঞ্জন ওঠে পথের পাঁচালীর দুর্গা ওরফে উমা দাশগুপ্ত মারা গেছেন! এই খবর রটে যেতেই শোরগোল পড়ে যায় ইন্টারনেটে।
অবশেষে সামনে আসে সত্যিটা।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে উমা দাশগুপ্তের মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সুস্থ আছেন। ভালো আছেন।

 

 

1
পথের পাঁচালী’তে উমা দাশগুপ্ত

শুক্রবার রাতে ইন্টারনেটে হঠাৎ করেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, উমা দাশগুপ্ত নাকি প্রয়াত! টলিউডসহ অনুরাগীদের মাঝে শোরগোল শুরু হয়ে যায়। কিন্তু বর্ষীয়ান এই অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন যে তিনি শান্তিনিকেতন থেকে সদ্যই ফিরেছেন। সুস্থ আছেন। মৃত্যুর খবরটি ভুয়া। 

শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত।

তিনি যে স্কুলে পড়তেন সেখানে প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। আর সেই শিক্ষকের সুবাদেই মাণিকবাবু আবিষ্কার করেছিলেন পথের পাঁচালীর দুর্গা উমা দাশগুপ্তকে। তবে উমার বাবা কিন্তু মোটেই চাননি তিনি সিনেমার পর্দায় আসুক। অবশেষে উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক সত্যাজিৎ রায়। পথের পাঁচালিতে দুর্গার মৃত্যু শুধু অপুর মনেই গভীর ক্ষত সৃষ্টি করেছিল তাই নয়, দুর্গার মৃত্যু কাঁদিয়েছিল আপামর দর্শককুলকেও। 

 

সত্যজিৎ রায়ের পরিচালনায় পথের পাঁচালি সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। এটি ছিল অপু ট্রিলজির প্রথম পার্ট। যেখানে অপরাজিতা এবং অপুর সংসার ফুটে উঠেছে। আজও ভারতীয় তথা বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে সমাদৃত পথের পাঁচালী। গত ১০০ বছরের সেরা সিনেমার তালিকায় বিশ্বের কিংবদন্তি সব পরিচালকের সিনেমার মধ্যে উজ্জ্বল হয়ে রয়েছে পথের পাঁচালী।