সবরকম চেষ্টা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন। ছয় বোলারের সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করেও ফল পাননি। পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কার সামনে নখদন্তহীন শরিফুল ইসলামদের পেস, তাইজুল ইসলামদের স্পিন। যখন ব্রেক-থ্রু এনে দেন তাসকিন আহমেদ, ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে।