NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ড্রাগ মুক্ত ফিলাডেলফিয়া করনে চট্টগ্রাম সমিতি পেন্সেলভেনিয়ার আহবান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৭ এএম

ড্রাগ মুক্ত ফিলাডেলফিয়া করনে চট্টগ্রাম সমিতি পেন্সেলভেনিয়ার আহবান

ফিলাডেলফিয়া: চট্টগ্রাম সমিতি অফ পেন্সেলভেনিয়ার, ভিন্ন ধর্মী অনুষ্ঠান, ড্রাগ মুক্ত ফিলাডেলফিয়া কারার প্রতিশ্রুতিতে No More Drugs এই কর্মসুচির আওতায় সপ্তাহ ব্যাপি বিনোদনের মাধ্যমে No Drugs এর আহবান, টরেন্টো বনভোজনের আলোচনা ও মেম্বারশিপ ড্রাইভ (মেম্বার শিপ ড্রাইভ, জুলাই থেকে সেশান আরম্ভ, ২০২২- ২০২৩ ও ২০২৩- ২০২৪, ২ বৎসরের জন্য মাত্র $১০) এর শুভ উদ্বোধন উপলক্ষে এক চা চক্র ও বৈকালিক বিনোদন আনন্দ সমাবেশ, ফিলাডেলফিয়ার ইউনিভার্সিটি অফ সাইন্সের, ঐতিহাসিক ক্লার্ক পার্কে (Clark park) এই সংঘঠনের সভাপতি শেখ মো: খোরশানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: সাহাদাত এর সন্চালনায় আনুষ্ঠিত হয়।

অত্র এলাকার প্রবিন ব্যক্তি, জনাব আব্দুল শুক্কুরের চট্টগ্রাম সমিতি অফ পেন্সেলভেনিয়ার মেম্বারশীফ ফর্ম ফূরনের মাধ্যমে সপ্তাহ ব্যাপি এ মহতি অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তিতায় ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল কাউন্সিলার জেমি—-, গেল বৎসর গুলোতে ফলাডেলফিয়ার উন্নয়ন মূলক কাজের বিস্তারিত ব্যাখ্য দেন। ড্রাগ মুক্ত ফিলাডেলফিয়া গডার ও আগামী প্রজন্মের মধ্যে তার অপকারীতা ও সঠিক দিকনির্দশনায় সপ্তাহ ব্যাপি এ আনুষ্ঠনের আয়োজন করায় চট্টগ্রাম সমিতি অফ পেন্সেলভেনিয়ার ভূয়সী প্রসংসা করেন, এবং আগামীতে যেকোন বিষয়ে এই সমিতির সাথে থাকার প্রতিচ্রতিব্যক্ত করেন ও সিটি কর্পোরেশনে সকল প্রকার সাহায্য ও সহযোগীতার আশ্বাস দেন।

বিশেষ অথিতি, সাবেক ষ্টেট রিপ্রেজেন্টেটিব ডঃ মভিতা সর্ভিক বিষয়ে এ সমিতির পাশ্বে থাকার প্রতিশ্রতি জানান।

অপর বিশেষ অথিতি চট্টগ্রামের সন্তান, ম্যালবোরন বরো মেয়র ——তৈয়ব, এ সমিতির গতিশীল নেতৃত্বের জন্য বর্তমান কমিটির প্রসংসা করেন আগামীতে সকল কার্যক্রমর সাথে থাকার প্রতিশ্রুতি দেন।

অন্যান্য দের মধ্যে বক্তিতায় করেন, এলাকার প্রবিন ব্যক্তিত্ব সর্ব জনাব, আব্দুল শুক্কর, সহ-সভাপতি মো: সেলিম, ক্যেশিয়ার আবুল হোসেন মুন্না, প্রচার সম্পাদক মিজানুল হক চৌধূরী, সাংস্কৃতিক সম্পাদিকা জলি দাস প্রমূখ।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল আপ্যায়ন পর্ব, কবিটের কারনে আনেক দিন পর খোলা পার্কে, সুন্দর আবহাওয়ার মৃধা-মন্ধ সমিরনের এ ভিন্ন ধর্মী অনুষ্ঠানটি এলাকাবাসী, ইংলিশ বক্তব্য থাকায়, সাদা ও কৃষ্নাঙ্গ মানুষগন ও পার্শ্ববর্তী স্টেট থেকে আগত আথিতিরা, এ অনুষ্ঠানটি বেশ আনন্দ সহকারে উপভোগ করেন, ছোট ছোট নানা প্রকার রকমারী দোখান গুলো অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। চমৎকার উপস্হাপনা, সবুজে ঘেডা পর্কের ডেফোডিল ও বাহারি সুবাসিত ফুল , বেশ উপভোগ্য ছিল। গোধূলীর শেষ লগনে সবাইকে খুব আনন্দ-উল্লাসের সাথে বাডী ফিরতে দেখা যায়।

সভাপতির সমাপনি বক্তিতায় শেখ মোঃ খোরশান, এই সুশ্রীংখল, আনন্দ ঘন বিচিত্র অনুষ্ঠানকে সুন্দর রাখার জন্য উপস্হিত সবাইকে ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধ পেন্সেলভেনিয়া চ্ট্টগ্রাম সমিতির, এক ঝাঁক নবীন প্রবিন কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।