ফিলিস্তিনের গাজায় অনাহারকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল। অধিকৃত ভূখণ্ডটিতে ত্রাণ প্রবেশের অপ্রতুলতাকে ‘মানবসৃষ্ট’ বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন তিনি।
এদিকে অতি প্রয়োজনীয় খাদ্য সরবরাহ নিয়ে সাইপ্রাস থেকে স্পেনের একটি জাহাজ রওনা দিয়েছে। গাজা অভিমুখে যাত্রা করা প্রথম ত্রাণবাহী জাহাজ এটি।