আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফেরা না ফেরা নিয়ে জল এখনো প্রবাহিত হচ্ছে। বিসিবি থেকে বলা হচ্ছে, তামিমের সঙ্গে বসবেন তারা। কিন্তু তামিম নিজে জানিয়েছেন, নানা সময়ে বিসিবির সঙ্গে তিনবার বসেছেন তিনি।
ফেরা প্রসঙ্গে এখনো নিজের অবস্থায় অনড় তামিম।
খবর প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৪, ০৫:৫৪ এএম
আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফেরা না ফেরা নিয়ে জল এখনো প্রবাহিত হচ্ছে। বিসিবি থেকে বলা হচ্ছে, তামিমের সঙ্গে বসবেন তারা। কিন্তু তামিম নিজে জানিয়েছেন, নানা সময়ে বিসিবির সঙ্গে তিনবার বসেছেন তিনি।
ফেরা প্রসঙ্গে এখনো নিজের অবস্থায় অনড় তামিম।
সেখানে তামিম প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, 'দেখেন তামিমের অভিজ্ঞতা বা পারফরম্যান্স নিয়ে কোনো কথা নেই। ছোট ছোট কিছু জিনিস মিডিয়াতেই শুনি। সত্যি বলতে তামিমের সঙ্গে আমার অনেক দিন কথা হচ্ছে না। বিপিএলেও খেলা শেষে শুধু হাত মেলানোই হয়েছে।
এরপর মাহমুদ যোগ করেন, 'আমরা সবাই চাই তামিম ফিরে আসুক।