শুরুতে জন স্টোন্সের গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল ম্যানচেস্টার সিটিই। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চ জমিয়ে তুলে লিভারপুল। ম্যাক অ্যালিস্টারের গোলে ম্যাচে ফিরে আক্রমণে ঢেউ তুলে দ্বিতীয়ার্ধে সিটিকে কোণঠাসা করে রাখে ইয়ুর্গেন ক্লপের দল।
কিন্তু এগিয়ে যাওয়া গোল আর পায়নি।