NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

ইউক্রেনপন্থী ওয়াই-ফাই নাম, শিক্ষার্থীকে ১০ দিনের কারাদণ্ড দিল মস্কো


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম

ইউক্রেনপন্থী ওয়াই-ফাই নাম, শিক্ষার্থীকে ১০ দিনের কারাদণ্ড দিল মস্কো

নিজের ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম পরিবর্তন করে কিয়েভপন্থী স্লোগান রাখায় মস্কো স্টেট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ওই ছাত্র নেটওয়ার্কের নাম রেখেছিল, ‘স্লাভা ইউক্রেনি’ যার অর্থ ‘ইউক্রেনের গৌরব।’ গত বৃহস্পতিবার মস্কোর একটি আদালত ওই ছাত্রকে ‘চরমপন্থী সংগঠনের প্রতীক’ প্রদর্শনের জন্য দোষী সাব্যস্ত করেছে।

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন আক্রমণের সমালোচনাকারী বা সমর্থনকারী হাজারের বেশি রুশ নাগরিকে জেল বা জরিমানা করেছে দেশটি।

গত বুধবার সকালে মস্কোর একজন পুলিশ অফিসার কর্তৃপক্ষকে নেটওয়ার্কের নাম জানানোর পর ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। আদালতের নথি অনুসারে, পুলিশ কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পাওয়ার পর কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের হলে ওই শিক্ষার্থীর কক্ষে যায় এবং তার ব্যক্তিগত কম্পিউটার ও ওয়াই-ফাই রাউটার খুঁজে পায়। 

 

আদালত বলেছে, “তিনি ‘স্লাভা ইউক্রেনি’ স্লোগানটি নিজের নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করে ওয়াই-ফাই রেঞ্জের মধ্যে থাকা অসংখ্য ব্যবহারকারীর মাঝে প্রচার চালিয়েছে। তাই ওই শিক্ষার্থীকে জনসম্মুখে নাৎসি প্রতীক প্রদর্শনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত।

তার রাউটারটি বাজেয়াপ্ত করা হয়েছে।” 

 

‘স্লাভা ইউক্রেইনি’ ইউক্রেনের সমর্থকদের জন্য বেশ জনপ্রিয় একটি স্লোগান। রাশিয়া উইক্রেনে আক্রমণ চালানোর পর প্রতিবাদ জানাতে এই স্লোগান  নিয়মিত শোনা যায়, যেটি চালু হয়েছিল ২৪ ফেব্রুয়ারি ২০২২সালে। 

বিবিসি বলছে, কারাদণ্ডপ্রাপ্ত ছাত্রটিকে ‘নাৎসি প্রতীকবাদের প্রকাশ্য প্রদর্শন... বা চরমপন্থী সংগঠনের প্রতীক’ এর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার ইউক্রেনের বর্তমান সরকারকে একটি ‘নব্য-নাৎসি শাসন’ বলে আখ্যায়িত করেছেন এবং এটি বলেই ইউক্রেনে তার আক্রমণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন। দুই বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতকে রাশিয়ায় ‘যুদ্ধ’ বলাও অনুমোদিত নয়। এটিকে অবশ্যই ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করতে হবে।

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে গত বছর ২১ হাজারের বেশি রুশ নাগরিক এই যুদ্ধের প্রতিবাদ করায় দমনমূলক আইনের শিকার হয়েছিল। মানবাধিকার গোষ্ঠীটি বলেছে, ‘তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে।

সমালোচকদের মুখ বন্ধ করার জন্য কারাদণ্ডের শাস্তি এবং মোটা জরিমানার ব্যবস্থা করা হয়েছিল।’