খবর প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০০ পিএম
বিনোদন ডেস্ক: ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে বাজিমাত করছে মিমের ‘পরাণ’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। এমনকি অভিনয়শিল্পীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।
রোববার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেতা সজলের ধারণ করা একটি ভিডিও পোস্ট করে মিম লেখেন, পরাণ সিনেমা দেখার সময় সিনেমাহলের প্রোজেকশন রুম থেকে এই ভিডিওটা করেছে সজল ভাই। আমাদের সবার প্রিয় অভিনেতা আবদুন নূর সজল। একজন মানুষ সিনেমা হলের সিটে বসে থাকার চেয়েও বেশি ব্যস্ত হাউজফুল দর্শকের ভিডিও করতে, কারণ তাতেই সে আনন্দ পাচ্ছে অনেক। এই পাগলামি শুধুমাত্র সজল ভাইয়ের পক্ষেই সম্ভব।
তিনি আরো লিখেছেন, পরাণ সিনেমা দেখা শেষে আমার অভিনয়ের ভীষণ প্রশংসা করলেন সজল ভাই। অনেকক্ষণ ধরে আমার অভিনয়ের উন্নতির বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আমার সামনে বলে গেলেন। একজন মানুষ আপনার কাজ নিয়ে এত বেশি আনন্দে উদ্ভাসিত, একজন মানুষের চোখেমুখে আপনার সফলতা নিয়ে কথা বলার সময় যে উত্তেজনা এটা শুধুমাত্র সজল ভাইয়ের পক্ষেই সম্ভব।
সজলের উদ্দেশে মিম লেখেন, আমি এখনো বলি আর বিশ্বাস করি, এই ইন্ডাস্ট্রিতে আমার যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে, সেটা অবশ্যই তুমি সজল ভাইয়া! শুরু থেকে এখন অব্দি। আশা করি সারাজীবন এমনই থাকবে।
বহুল আলোচিত চলচ্চিত্র ‘পরাণ’-এর মুক্তির কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনার থাবায় বার বার মুক্তির মিছিল থেকে পিছিয়ে যায় রায়হান রাফি পরিচালিত সিনেমাটি। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নায়িকা বিদ্যা সিনহা মিম। এতে তার সঙ্গী হয়েছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, দ্বিতীয় সপ্তাহে ৫০টির বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘পরাণ’। সিনেমাপ্রেমীদের আগ্রহের কারণেই বাড়ছে হলের সংখ্যা।