যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো একজন। মার্কিন-মেক্সিকো সীমান্তে টহল দায়িত্বে নিযুক্ত একটি ন্যাশনাল গার্ড হেলিকপ্টারটি শুক্রবার (৮ মার্চ) টেক্সাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুই সেনা ও একজন মার্কিন বর্ডার টহল এজেন্ট নিহত হন এবং অন্য একজন সেনা আহত হন বলে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।
ইউএইচ-৭২ লাকোটা হেলিকপ্টারটি টেক্সাসের রিও গ্র্যান্ডে সিটির কাছে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।