হলিউডের সবচেয়ে জনপ্রিয় এনিম্যাশন সিনেমাগুলোর একটি কুংফু পান্ডা সিরিজ। বড়সড় নাদুসনুদুস পান্ডা। তার নাম পো। হাঁটাচলা, কথাবার্তা কৌতুককর হলেও সে মোটেও অকাজের নয়।
খবর প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৪, ০৮:০৩ এএম
হলিউডের সবচেয়ে জনপ্রিয় এনিম্যাশন সিনেমাগুলোর একটি কুংফু পান্ডা সিরিজ। বড়সড় নাদুসনুদুস পান্ডা। তার নাম পো। হাঁটাচলা, কথাবার্তা কৌতুককর হলেও সে মোটেও অকাজের নয়।
আগের ছবিতে পোকে দেখা যায় এমন এক যোদ্ধার ভূমিকায়, যে সব সময়ই নিজেকে আগের চেয়ে আরো উন্নত করার চেষ্টায় নিমগ্ন। এবারের গল্পে আত্মিক শান্তির খোঁজে পোকে দেখা যাবে নতুন অভিযানে বেরিয়ে পড়তে, তাকে সঙ্গ দেবে অকোয়াফিনা নামের নতুন এক চরিত্র।