২০১৮ সাালের আগেও সুস্থ স্বাভাবিক ছিলেন ঝুমা আক্তার। সে সময়ই একটি দুর্ঘটনায় চলৎশক্তি হারিয়ে ফেলেন তিনি। লিচু গাছ থেকে পিছলে পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছিলেন, হাঁটা-চলার শক্তি হারিয়ে ফেলেন তাতে। কিন্তু ঝুমাকে দমানো যায়নি।
খবর প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম
২০১৮ সাালের আগেও সুস্থ স্বাভাবিক ছিলেন ঝুমা আক্তার। সে সময়ই একটি দুর্ঘটনায় চলৎশক্তি হারিয়ে ফেলেন তিনি। লিচু গাছ থেকে পিছলে পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছিলেন, হাঁটা-চলার শক্তি হারিয়ে ফেলেন তাতে। কিন্তু ঝুমাকে দমানো যায়নি।
এ বছর প্যারিসে মূল অলিম্পিকের পরপরই হবে প্যারা অলিম্পিকের আসর।
বাংলাদেশে প্যারা আর্চারি শুরু হয়েছে খুব বেশি দিন হয়েনি। গত বছর প্যারা এশিয়ান গেমসে অংশগ্রহণের পর মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যান আর্চাররা। সেখানেই পদক জিতে ঝুমার এই অর্জন। নিজের স্কোর নিয়ে ঝুমাও আত্মবিশ্বাসী ছিলেন।