মেয়েদের অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের পর ভারতকেও হারিয়েছে বাংলাদেশ। আজ কাঠমাণ্ডুর আনফা কমপ্লেক্স মাঠে ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয়ে আসরের ফাইনালেও উঠে গেছে লাল-সবুজ দল।
ভারতের বিপক্ষে এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। নবম মিনিটে আলপি আক্তারের দূরপাল্লার শট পোস্টের কাছে গিয়ে নিচু হয়ে ঢুকে যায় জালে।