NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

অস্ট্রেলিয়ার ব্যাটিং দাপটের পর পিষ্ট নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম

অস্ট্রেলিয়ার ব্যাটিং দাপটের পর পিষ্ট নিউজিল্যান্ড

ওয়েলিংটন টেস্টের প্রথম দিন ক্যামেরুন গ্রিনের শতক পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ উইকেটে জস হ্যাজেলউডের সঙ্গে অবিচ্ছেদ্য ১২ রানের জুটিতে ১০৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ান ব্যাটার। ৯ উইকেটে হারিয়ে ২৭৯ রানে দ্বিতীয় দিন শুরু করা অজিরা আজ যোগ করে আরো ১০৪ রান। অর্থাৎ শেষ উইকেট জুটিতে তোলে ১১৬ রান।

তাতে প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ৩৮৩ রানের সংগ্রহ পায় সফরকারীরা। 

 

পরে নিজেরা ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে অসহায় নিউজিল্যান্ড, গুটিয়ে যায় ১৭৯ রানে। যদিও কিউইদের ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ রানে ২ উইকেট হারিয়ে দিন পার করে অস্ট্রেলিয়া। তবুও ২১৭ রানে লিড পেয়ে গেছে তারা।

 

হ্যাজেলউডকে নিয়ে দিন শুরু করা গ্রিন অপরাজিত ছিলেন ১৭৪ রানে, হ্যাজেলউড আউট হন ৬২ বলে ২২ রান করে।

ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি কিউইরা। ১২ রান তুলতে তিন উইকেট হারায় দলটি। প্রথমে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরে যান টম ল্যাথাম (৫)।

শূন্য রানে রান আউট হন কেন উইলিয়ামসন। হ্যাজেলউডের বলে শূন্য রানে পয়েন্ট অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন রবীন্দ্র। দলীয় ২৯ রানে আরও দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ১১ রান করা ড্যারিল মিচেল। এতক্ষণ এক প্রান্ত আগলে রাখা ওপেনার উইল ইয়াং ৫০ বলে ৯ রান করে মিচেল মার্শের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে ফিরে যান।

 

তারপর টম ব্লান্ডেল এবং গ্লেন ফিলিপসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নিউজিল্যান্ড। ৪৩ বলে ৩৩ রান করেন ব্লান্ডেল। ৭০ বলে ৭১ রান করেন ফিলিপস। শেষ দিকে নাথান লায়ন ৪ উইকেট নিলে স্বস্তি পায়নি কিউইদের লোয়ার অর্ডার। ৩৪ বলে ৪২ রান করে দলীয় সংগ্রহ দেড় শ পার করেন ম্যাট হেনরি।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে ম্যাচের তৃতীয় দিন শুরু করবেন উসমান খাজা (৫*) এবং নাইটওয়াচম্যান লায়ন (৬*)। স্টিভ স্মিথ এবন মারনাস ল্যাবুশেন- দুজনকেই ফিরিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি।