বাগদাদে এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানে কম্পাউন্ড মিশ্রতে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তপু রায় ও মেঘলা রানী। ব্রোঞ্জের লড়াইয়ে ১৪৮-১৪৫ পয়েন্টে হারিয়েছে তারা দুই স্বাগতিক আর্চারকে। ২০২২- এ শারজায় এশিয়া কাপের স্টেজ ওয়ানেই কম্পাউন্ডে সর্বশেষ পদক জিতেছিল বাংলাদেশ।
কম্পাউন্ডে তপু-মেঘলা দুজনই নতুন আর্চার।