এবার ‘পাঠাও’ কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবার চালান। সেই সঙ্গে আটক করা হয়েছে তিনজনকে। কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি টেকনাফ সীমান্ত থেকে চট্টগাম যাচ্ছিল। কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার মরিচ্যা তল্লাশি ফাঁড়িতে বিজিবি সদস্যরা শনিবার বিকালে তল্লাশির সময় কাভার্ডভ্যান থেকে ইয়াবার চালানসহ পাচারকারীদের আটক করেন।
কক্সবাজারের রামুর বিজিবি-৩০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী পাঠাও কুরিয়ার সার্ভিসে পাচারকালে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যান থেকে আটক করা হয় কুমিল্লার নাঙ্গলকুটের বাসিন্দা এবং চালক মাসুদ রানা (৩৪), গাইবান্ধার শাখাটার বাসিন্দা মো. জামিল আহম্মেদ (২০) ও কক্সবাজারের চকরিয়ার রাহাত সরোয়ারকে (১৯)।
তিনি জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। ইয়াবার চালানটি কাভার্ডভ্যানের পার্সেলের ভেতরে পাচার করা হচ্ছিল।