লিভারপুলের জার্সিতে ফেরাটা দুর্দান্ত হলো মোহামেদ সালাহর। বছরের প্রথম দিনে নিউক্যাসলের বিপক্ষে জয়ের পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ক্লাব ফুটবলে ফিরলেন মিসরীয় ফরোয়ার্ড। ফেরাটা তিনি রাঙিয়েছেন নিজে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টে। সালাহর গোলের সঙ্গে ডারউইন নুনেজ, ম্যাক অ্যালিস্টার ও কোডি গ্যাকপোর লক্ষ্যভেদে ব্রেন্টফোর্ডকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল।