এক চরিত্রে যেন দুই সাকিব আল হাসান। চোখের সমস্যায় টুর্নামেন্টের শুরুতে ব্যাটিংয়ে যাঁকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, সেই সাকিবের ব্যাটেই এখন নিয়মিত বড় স্কোরের দেখা পাচ্ছে রংপুর রাইডার্স। চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৯ রানের ইনিংস খেলেছিলেন।
আজও দলের সেরা ব্যাটার সাকিব।