আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলা আমেরিকান (ন্যাশনাল) ফুটবল লিগের ফাইনাল, যেটি কিনা ‘সুপার বোল’ হিসেবে খ্যাত, এবারের ক্যানসাস সিটি চিফস ও সান ফ্রান্সিসকো ফোরটিনাইনারসের সেই ফাইনাল দেখেছে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমান দর্শক। বলা হচ্ছে, ১৯৬৯ সালে চাঁদে অবতরনের দৃশ্যের পর এটিই সবচেয়ে বেশি আমেরিকান টিভিতে দেখে। ২৫-২২ ব্যবধানে ক্যানসাস সিটি সেই ফাইনাল জিতে যাওয়ার পর স্বাভাবিকভাবেই সেই শহরে উচ্ছ্বাস ছিল তুঙ্গে।
কিন্তু গতকাল সেই বিজয় শোভাযাত্রার মাঝেই ঘটেছে গুলির ঘটনা, যাতে ১ জন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন।