নব্বইয়ের দশকের শেষের দিকে বাংলা চলচ্চিত্রের ব্যস্ত নায়িকাদের মধ্যে একজন অভিনেত্রী পলি। পুরো নাম রিয়ানা রহমান পলি, তবে পলি নামে অধিক পরিচিত তিনি। একসময়ের ব্যস্ত এ নায়িকা হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন। বর্তমান স্বামী-সন্তান ও সংসার নিয়েই সময় পার করছেন এই অভিনেত্রী।
আগামী শুক্রবার বিএফডিসিতে অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
নির্বাচনে জয়ী হলে যে কাজগুলো করতে চান সেই ভাবনা জানিয়ে পলি বলেন, ‘আমি নির্বাচিত হলে ক্লাবটির আরো উন্নয়ন করব। বর্তমানে ক্লাবটি নিকেতনে রয়েছে। কিন্তু আমি এবং আমরা নির্বাচিত হলে প্রথম পদক্ষেপ থাকবে এটি গুলশান-বনানীর মতো জায়গায় নেওয়া।
তিনি বলেন, ‘নিজস্ব তত্ত্বাবধানে জায়গা ক্রয় করা। যেখানে নিজেদের একটি ভবন থাকবে। ক্লাবটির সামনে ফুলের বাগান থাকবে। সদস্যদের বিপদে সহায়তা করা হবে। এমন অনেক কিছুরই পরিকল্পনা রয়েছে। অন্য ক্লাব থেকে আমাদের এখানে সব ধরনের সুবিধা থাকবে সদস্যদের জন্য। একটি ক্লাব যে রকম হয়, সেটাই করার ইচ্ছা রয়েছে। আশা নয়, দৃঢ়বিশ্বাস, সদস্যরা সেই সুযোগটি দেবেন।’
প্রসঙ্গত মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত তারকা নায়ক মান্নার নায়িকা হিসেবে অভিষিক্ত হন পলি। এই সিনেমার মাধ্যমেই আলোচিত হন তিনি। এরপর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। মান্না, রুবেল, অমিত হাসান, শাকিব খানসহ সে সময়ের প্রায় সব নায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে- ‘যুদ্ধে যাব’, ‘ক্ষত বিক্ষত’, ‘মানিক বাদশা’, ‘এলাকার ত্রাস’, ‘কঠিন পুরুষ’, ‘জঙ্গল’, ‘দুর্ধর্ষ’, ‘অশান্ত বাদশা’, ‘রাস্তা’, ‘জাল’, ‘বাংলার বাঘ’ ইত্যাদি।