NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

‘রক অ্যান্ড রোল হল অফ ফেম’-এর মনোনয়ন পেলেন যাঁরা


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৪৫ পিএম

‘রক অ্যান্ড রোল হল অফ ফেম’-এর মনোনয়ন পেলেন যাঁরা

ঘোষণা করা হলো এই বছরের ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম’ মনোনীতদের তালিকা। এবারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন শের এবং সিনেড ও’কনরের মতো বর্ষীয়ান সংগীতশিল্পীরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সম্মানিত সংগীত প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে যে শের, ল্যানি ক্রাভিটজ, সিনেড ও’কনর, ম্যারি জে ব্লিজ, ওজি ওসবোর্ন এবং মারিয়া ক্যারিকে রক অ্যান্ড রোল হল অফ ফেম সম্মানের জন্য মনোনীত করা হয়েছে, যা এপ্রিলের শেষের দিকে ঘোষণা করা হবে। অন্যদিকে মনোনয়ন তালিকায় বিখ্যাত বাদ্যযন্ত্রের মধ্যে রয়েছে সেড, ডেভ ম্যাথিউস ব্যান্ড, ফরেনার, পিটার ফ্র্যাম্পটন, জেন্স অ্যাডিকশন, ওয়েসিস, এরিক বি এবং রাকিম, কুল অ্যান্ড দ্য গ্যাং এবং এ ট্রাইব কলড কোয়েস্ট।

 

টেলিভিশন সমালোচক সমিতির শীতকালীন প্রেস ট্যুর দিবসে এবিসি এন্টারটেইনমেন্টের একটি ঘোষণা অনুসারে, কেরি, চের, ক্রাভিটজ এবং ওসবোর্ন ১০ জন মনোনীতদের মধ্যে রয়েছেন যাঁরা প্রথমবারের মতো ব্যালটে রয়েছেন।

‘রক অ্যান্ড রোল হল অফ ফেম’ ফাউন্ডেশনের চেয়ারম্যান জন সাইকস বলেছেন, ‘মনোনীতদের এই উল্লেখযোগ্য তালিকাটি এমন শিল্পী এবং সংগীতকে প্রতিফলিত করে, ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম’ যাদের সম্মানিত এবং উদযাপন করে। রক অ্যান্ড রোলের প্রকৃত চেতনায় এই শিল্পীরা তাঁদের নিজস্ব শৈলী তৈরি করেছেন যা প্রজন্মকে প্রভাবিত করেছে এবং তাঁদের পদাঙ্ক অনুসরণকারী অগণিত নতুন শিল্পীদের প্রভাবিত করেছে।’

‘রক অ্যান্ড রোল হল অফ ফেমে’ অন্তর্ভুক্তির জন্য মনোনয়নের যোগ্য হতে একজন স্বতন্ত্র শিল্পী বা ব্যান্ডকে অবশ্যই মনোনয়নের বছরের কমপক্ষে ২৫ বছর আগে তাঁর প্রথম বাণিজ্যিক রেকর্ডিং প্রকাশ করতে হবে।

অফিশিয়াল ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম-২০২৪’ অনুষ্ঠানটি এই শরতে ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ এবং অন্যান্য তথ্যপরবর্তী সময়ে ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি পরবর্তী তারিখে এবিসিতে একটি বিশেষ সম্প্রচারসহ ডিজনি প্লাসে লাইভ স্ট্রিম হবে এবং পরের দিন হুলু প্ল্যাটফর্মে দর্শকদের জন্য প্রকাশিত হবে।