ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘আনারকলি’। তবে নাটকটি অনএয়ারে আসার আগেই চলে এসেছে এর গান। ‘লোকাল বয়’ শিরোনামের গানটি গেয়েছেন ‘নয়া দামান’ খ্যাত গায়িকা তোশিবা। গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর।
খবর প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:২৪ পিএম
ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘আনারকলি’। তবে নাটকটি অনএয়ারে আসার আগেই চলে এসেছে এর গান। ‘লোকাল বয়’ শিরোনামের গানটি গেয়েছেন ‘নয়া দামান’ খ্যাত গায়িকা তোশিবা। গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর।
নাটকটির পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘নাটকের গল্পের প্রয়োজনেই গানটি এসেছে।
তিনি জানান, কয়েক দিন আগে শুটিং করা হয়েছে গানটির।
নাটকটিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। গানে অবশ্য তৌসিফেরও উপস্থিতি আছে।
পরিচালক জানান, একান্ন মিডিয়া নামের ইউটিউব চ্যানেলে ১২ ফেব্রুয়ারি আসবে পুরো নাটক ‘আনারকলি’।