NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন টেস্টেও নেই কোহলি, ছিটকে গেলেন আয়ারও


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০২ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন টেস্টেও নেই কোহলি, ছিটকে গেলেন আয়ারও

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজেই খেলা হচ্ছে না বিরাট কোহলির। ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচ না খেলা কোহলি, সিরিজের বাকি তিন টেস্টও খেলতে না চাওয়ার কথা জানিয়েছেন। আর চোটের কারণে বাকি তিন ম্যাচ খেলা হচ্ছে না শ্রেয়াস আয়ারের। ছিটকে গেছেন এই ব্যাটার।

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।

 

চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। চোট কাটিয়ে দুজনই ফিরেছেন। তৃতীয় টেস্ট খেলতে পারবেন কিনা তা মেডিক্যাল রিপোর্টের সবশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার আকাশ দীপ। আজ বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল।

 

সম্প্রতি ইংল্যান্ড লায়নসের বিপক্ষে ভারত 'এ' দলের হয়ে তিন ম্যাচ সিরিজে নজর কাড়েন আকাশ দীপ। ১৮.৭২ গড়ে তাঁর শিকার ১১ উইকেট।

এছাড়া তিন টেস্টের দলে আছেন তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং মুকেশ কুমার।

 

পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতায়। ১৫ ফেব্রুয়ারি রাজকোর্টে শুরু হবে তৃতীয় টেস্ট। এরপর চতুর্থ টেস্ট রানচিতে শুরু ২৩ ফেব্রুয়ারি এবং পঞ্চম টেস্ট হবে ধর্মশালায়, শুরু ৭ মার্চ।