NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

সেনাপ্রধান জালুঝনিকে বরখাস্ত করলেন জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:১০ এএম

সেনাপ্রধান জালুঝনিকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনিকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। রাশিয়ার আক্রমণের পর থেকে  তিনি ইউক্রেন সেনাবাহিনীকে প্রায় দুই বছর নেতৃত্ব দিয়েছেন। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সেনাপ্রধানকে ( কমান্ডার-ইন-চিফ) বরখাস্ত করে বলেছেন, ‘এখন দেশের সামরিক নেতৃত্বকে নতুন করে ঢেলে সাজানোর সময়।’ ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ বৃহস্পতিবার জালঝুনিকে তার পদ থেকে সরিয়ে দেয়ার কথা জানান।

 

চলমান যুদ্ধের মধ্যে সামরিক নেতৃত্ব ইউক্রেনের সবচেয়ে বড় রদবদল এটি। জেনারেল জালুঝনি এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বিরোধ চলা নিয়ে গুঞ্জনের পর বরখাস্তের ঘটনা ঘটল। বিবিসি জানায়, তাকে বরখাস্তের বিষয়টি সরকারিভাবে জানানো হবে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রিতে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে বলেছেন, “আজ, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমি ভ্যালেরি ফেডোরোভিচের (জালুঝনি) কাছে তার সমস্ত অর্জন এবং বিজয়ের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।” পরে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি জেনারেল সিরস্কিকে ইউক্রেনের সেনাপ্রধানের পদে নিয়োগ করেছেন।

 

জেলেনস্কি বলেছেন, ‘আজ থেকেই নতুন টিম সেনাবাহিনীকে নেতৃত্ব দেবে। ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে আমি জেনারেল সিরস্কিকে নিয়োগ করেছি।

’ জেলেনস্কি জানান, সেনাবাহিনীতে পরিবর্তন নিয়ে আসার ব্যাপারে তিনি এবং জালুঝনি খোলামেলা কথাবার্তা বলেছেন। সেইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেইনকে রক্ষা করার জন্য তিনি জেনারেলকে ধন্যবাদও দিয়েছেন। এরপরই জেলেনস্কি নতুন সেনাপ্রধান কর্নেল-জেনারেল সিরস্কির নাম ঘোষণা করেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন দায়িত্বপ্রাপ্ত কর্নেল-জেনারেল সিরস্কির কিয়েভে সফল প্রতিরক্ষা ও খারকিভে সফল আক্রমণের অভিজ্ঞতা রয়েছে।’

 

জেনারেল সিরস্কি ২০২২ সালে রুশ বাহিনী আক্রমণের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রতিরক্ষার নেতৃত্বে ছিলেন।

ঐ বছরের গ্রীষ্মে খারকিভে ইউক্রেনীয় বাহিনীর আচমকা ও সফল পালটা আক্রমণের পিছনে তিনি মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন। তখন থেকেই তিনি পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। যা দেশটির পালটা আক্রমণের দুটি প্রধান ক্ষেত্রের একটি।

 

জেলেনস্কি বলেছেন, ‘চলতি বছরটিকে আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। কেননা এটি যুদ্ধে ইউক্রেনের লক্ষ্য অর্জনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর কর্মকাণ্ডকে প্রযুক্তিগতভাবে আরো উন্নত করতে হবে। জেনারেলের দায়িত্বে পরিবর্তন আনতে হবে।’