NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

বাবা হলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০২ পিএম

বাবা হলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি

গত বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’-এর সফলতার পর এখন জনপ্রিয়তার তুঙ্গে অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এবার নতুন বছরে ভক্তদের সুখবর দিলেন অভিনেতা। বাবা হয়েছেন বিক্রান্ত ম্যাসি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) অভিনেতা দম্পতি বিক্রান্ত ম্যাসি এবং তাঁর স্ত্রী শীতল ঠাকুর দিলেন এই সুখবর।

জন্ম নিয়েছে তাঁদের প্রথম সন্তান। ইনস্টাগ্রামে দুজনে একটি যৌথ পোস্ট শেয়ার করে সুখবরটি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। 

 

দম্পতি জানালেন, কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান, একটি ফুটফুটে রাজপুত্র। সন্তানের ছবি প্রকাশ্যে না আনলেও একটি কার্ড শেয়ার করেছেন তারা।

যাতে লেখা, ‘৭.০২.২০২৪- আমরা এক হলাম। আমাদের ছেলের আগমন ঘোষণা করতে পেরে আমরা আনন্দ ও ভালোবাসায় উচ্ছ্বসিত।’

 

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিক্রান্ত ঘোষণা করেছিলেন যে তিনি এবং শীতল তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। 

1
বিক্রান্ত ম্যাসি ও তাঁর স্ত্রী শীতল ঠাকুর

দীর্ঘ প্রেমের পর, ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি আইনত বিয়ে করেন বিক্রান্ত ও শীতল।

এরপর ১৮ জানুয়ারি হিমাচল প্রদেশে সব নিয়মনীতি মেনে হয়েছিল সামাজিক বিয়ে। ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এর প্রথম সিজনে একসঙ্গে অভিনয় করেছিলেন দুজন। সেখান থেকেই আলাপ। তারপর বন্ধুত্ব। তারপর মন দেওয়া নেওয়া।
২০১৯ সালে হয়ে গিয়েছিল বাগদান। তবে করোনা মহামারির কারণে বিয়ে পিছিয়ে যায়।  

 

বিক্রান্তকে সর্বশেষ দেখা গেছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত হিট চলচ্চিত্র ‘টুয়েলফথ ফেল’-এ। অনুরাগ পাঠকের উপন্যাস অবলম্বনে, ‘টুয়েলফথ ফেল’ তৈরি করা হয়েছে ভারতের আইপিএস মনোজ কুমার শর্মার জীবনের উপরে। যিনি চরম দারিদ্র্যকে জয় করে আইপিএস অফিসার হয়েছিলেন। চলচ্চিত্রটি তাঁর সেই জার্নির উপর আলোকপাত করে এবং কীভাবে তার স্ত্রী, আইআরএস অফিসার শ্রদ্ধা জোশী তাঁর উত্থানে সহায়ক ভূমিকা পালন করেছিলেন, দেখানো হয় সেটিও। মনোজের ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত এবং শ্রদ্ধার ভূমিকায় অভিনয় করেছেন মেধা শঙ্কর। 

বিক্রান্তকে সামনে দেখা যাবে রাশি খান্না ও ঋদ্ধি ডোগরার সঙ্গে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ। বালাজি মোশন পিকচার্স নিবেদিত সিনেমাটি এ বছর  মে মাসে পর্দায় আসবে।