NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

মনোনয়ন ফরম তোলা প্রসঙ্গে যা বললেন শাওন


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ এএম

মনোনয়ন ফরম তোলা প্রসঙ্গে যা বললেন শাওন

গতকাল থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি। গতকাল থেকেই ঢাকার গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু করেছে দলটি। নারী রাজনৈতিক কর্মীদের পাশাপাশি এবার একঝাঁক বিনোদন জগতের তারকাও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সংরক্ষিত নারী আসনে এমপি হতে দৌড়ঝাঁপও শুরু করেছেন তাঁরা।

 

এ তালিকায় আছেন জনপ্রিয় কথাসাহিতিক্য হুমায়ূন আহমেদের স্ত্রী, অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। গতকালই তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এসংক্রান্ত সংবাদও এসেছে গণমাধ্যমে।

আজ দুপুরের পর কালের কণ্ঠ’র সঙ্গে কথা হয় তাঁর।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি এটা সত্যি। এলাকা হিসেবে দিয়েছি জামালপুর। তবে এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।’

 

তাঁর কাছে জানতে চাওয়া হয়, কী ধরনের পরিকল্পনা বা চিন্তা থেকে এমপি হতে চাইছেন।

 

 

উত্তরে তিনি বলেন, ‘আমি যে চিন্তা  থেকে এমপি হতে চাইছি সেটা এখনই বলতে চাইছি না। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
এমপি হওয়ার জন্য কারো উৎসাহ বা অনুপ্রেরণা কাজ করছে কি না জানতে চাইলে বলেন, ‘নাহ, সে রকম কিছু নেই। আমি এসব নিয়ে পরে কথা বলব।’

উল্লেখ্য, জনপ্রিয় কথাসাহিত্যিক ও পরিচালক হুমায়ূন আহমেদের অধিকাংশ নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন শাওন।

পাশাপাশি গানও করেছেন তিনি। পরিচালনাও করেছেন বেশ কয়েকটি নাটক ও চলচ্চিত্র।