NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পেতে সহযো‌গিতার আশ্বাস


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০০ এএম

>
সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পেতে সহযো‌গিতার আশ্বাস

আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পে‌তে বাংলাদেশ‌কে সহ‌যো‌গিতার আশ্বাস দি‌য়ে‌ছেন সংস্থা‌টির মহাস‌চিব দাতো লিম জক হোয়ে।

সোমবার (১৮ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাকার্তায় আসিয়ান সচিবালয়ে সংস্থা‌টির মহাস‌চি‌বের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন। এ সময় এমন আশ্বাস মে‌লে সংস্থা প্রধা‌নের কাছ থে‌কে।

ড. মো‌মেন আসিয়ানের মহাস‌চিব‌কে বাংলাদেশের গৃহীত বিভিন্ন সেক্টরাল উদ্যোগ সম্পর্কে জানান। তি‌নি আসিয়ানের আসন্ন বৈঠকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। 

বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রীর অনু‌রো‌ধের প‌রি‌প্রেক্ষি‌তে আসিয়ানের মহাস‌চিব‌ সংস্থা‌টির স‌ঙ্গে আরও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার জন্য বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান। তি‌নি মো‌মেন‌কে জানান, সংস্থা‌টির সদস্য রাষ্ট্রগু‌লো থে‌কে যেন বাংলা‌দেশ সহ‌যো‌গিতা পায়, সে বিষয়‌টি তি‌নি সমন্বয় কর‌বেন।

ড. মো‌মেন বাংলাদেশ-আসিয়ান অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক একটি সংক্ষিপ্ত বিবরণ মহাস‌চিব‌কে দেওয়ার পাশাপা‌শি দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের মধ্যে আরও সম্প্রসারিত অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী সাম‌য়িকভা‌বে বাংলা‌দে‌শে আশ্রয় নেওয়া রো‌হিঙ্গা শরণার্থী‌দের প্রত্যাবাসনে অযৌক্তিক বিলম্বের বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানান। তিনি আর কোনো বিলম্ব ছাড়াই প্রত্যাবাসন শুরু‌তে আসিয়ানের সক্রিয় সমর্থন চান।

ড. মো‌মেন আসিয়ান মহাসচিবকে বাংলা‌দেশ সফ‌রের আমন্ত্রণ জানান।

দুই‌ দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে ছোট এক‌টি প্রতি‌নি‌ধি দল নি‌য়ে রোববার (১৮ জুলাই) ই‌ন্দো‌নে‌শিয়ার রাজধানীর জাকার্তায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। প্রতি‌নি‌ধি দ‌লে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের স‌চিব (পূর্ব) মাশ‌ফি বিন‌তে শামস র‌য়ে‌ছেন।