দেশের অন্যতম গুণী সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এ বছর পেয়েছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদক। তার এই পদক প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়ে দেশের সংগীতশিল্পীদের সংগঠন ‘সংগীত ঐক্য বাংলাদেশ’। বন্যা নিজেও এই সংগঠনের সভাপতি।
খবর প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম
দেশের অন্যতম গুণী সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এ বছর পেয়েছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদক। তার এই পদক প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়ে দেশের সংগীতশিল্পীদের সংগঠন ‘সংগীত ঐক্য বাংলাদেশ’। বন্যা নিজেও এই সংগঠনের সভাপতি।
গেল সোমবার সন্ধ্যায় রেজওয়ানা চৌধুরী বন্যার বাসায় গিয়ে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দুই মহাসচিব গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও সংগীতশিল্পী নকীব খান। এসময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রচার ও প্রকাশনা সচিব জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। ফুলেল শুভেচ্ছা শেষে তাঁরা পারস্পরিক খোঁজ-খবর নেন। আলাপ করেন দেশীয় সংগীতের উন্নয়ন ও বিকাশে আগামীর কর্ম-পরিকল্পনা নিয়ে।