মারা যাননি আলোচিত ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। অভিনেত্রী নিজেই এই খবর জানিয়েছেন। বলেছেন, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন তিনিই। অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে পুনম জানান, তাঁর মৃত্যুর সংবাদটি সত্য নয়।
খবর প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৫৩ এএম
মারা যাননি আলোচিত ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডে। অভিনেত্রী নিজেই এই খবর জানিয়েছেন। বলেছেন, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন তিনিই। অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে পুনম জানান, তাঁর মৃত্যুর সংবাদটি সত্য নয়।
এর আগে গতকাল শুক্রবার শোনা গিয়েছিল সার্ভিক্যাল ক্যানসারে মারা গেছেন অভিনেত্রী পুনম পাণ্ডে।
আজ শনিবার নিজের ভুয়া মৃত্যুর খবর ছড়ানোর জন্য পুনম ক্ষমা চেয়েছেন। মৃত্যুর এই নাটক সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে তিনি জানান, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্য তিনি এই মিথ্যা নাটক সাজান।
২০১৩ সালে ‘নাশা’ ছবিতে বলিউডে অভিষেক হয় পুনমের।