NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

রেকর্ড করলো অসময়


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ এএম

রেকর্ড করলো অসময়

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমির প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’। মুক্তির পর থেকেই বেশ সাড়া পেয়েছে এটি। বঙ্গর বেশিরভাগ রেকর্ড ভেঙে ফেলেছে কনটেন্টটি। এর আগে অমি বঙ্গর জন্য ‘হোটেল ‘রিলাক্স নির্মাণ’ করেছিলেন।

সেটি ১০ দিনে যে রেকর্ড করেছিল সেই রেকর্ড মাত্র সাড়ে আট দিনে ভেঙেছে ‘অসময়’। জানা গেছে, টাকা খরচ করে সারা বিশ্বজুড়ে ৩ লক্ষেরও বেশি দর্শক দেখেছেন এটি। পাশাপাশি ১০০টিরও বেশি দেশে ছাড়িয়েছে  সাড়ে তিন কোটিরও বেশি মিনিট ভিউ।

 

গেল ১৮ জানুয়ারি মুক্তি পেয়েছে এটি।

গল্পটি সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে উর্বির জীবন নিয়ে। ওয়েব ফিল্মটি পরিচালক অমি’র অন্যান্য কাজ থেকে অনেকটাই আলাদা। এখানে তিনি বর্তমান সমাজ ও সময়ের গল্প বলার চেষ্টা করেছেন। এই ওয়েব ফিল্মের গল্প ছুঁয়ে গেছে দর্শকদের হৃদয়।
সিরিয়াস গল্পের পাশাপাশি অমি’র চিরায়ত হাসির রসদও ছিল “অসময়”-এ।

 

‘অসময়’-এর রেকর্ড গড়া নিয়ে পরিচালক বলেন, ‘‘কনটেন্টটি নিয়ে আমাদের সবারই অনেক আশা ছিলো। রিলিজের পরপরই দারুণ সাড়া পেয়েছি। কিন্তু ভাবিনি যে এটা ‘হোটেল রিল্যাক্স’-কেও ছাড়িয়ে যাবে। দর্শকরা অসময়কে খুব ভালোবেসেছেন।

দর্শকরা এমন সাপোর্ট দিচ্ছেন বলেই আগামীতে আরও ভালো করার উৎসাহ পাচ্ছি।’’

 

কালের কন্ঠের কাছে একই মতামত দেন অসময়-এর প্রযোজক ও বঙ্গ-এর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু । বলেন, ‘সবচেয়ে বড় বিষয় এটি বেশিরভাগ দর্শক শেষ অবধি দেখছেন। আমাদের প্লাটফর্মে মুক্তি পাওয়া অন্যান্য সব কনটেন্ট থেকে এটি ভালো সাড়া ফেলেছে। আমাদের জন্য দারুণ প্রাপ্তি এটি।’

অসময়-এর মূল চরিত্র উর্বির ভূমিকায় অভিনয় করেছেন এই সময়ের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এছাড়া উর্বির বাবা-মায়ের চরিত্রে তারিক আনাম খান ও মুনিরা মিঠুর দুর্দান্ত অভিনয় দর্শকদের যেমন কাঁদিয়েছে; পাশাপাশি হাসিয়েছে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তা চরিত্রে শরাফ আহমেদ জীবন ও ইরেশ জাকের জুটির মজার রসায়ন। আইনজীবীর ভূমিকায় আলাদাভাবে নজর কেড়েছেন রুনা খান। পাশাপাশি পারিবারিক জীবনের দৃশ্যে ইন্তেখাব দিনারের সঙ্গে তার একে অপরকে ছাড়িয়ে যাওয়া অভিনয় ছিল নজরকাড়া।

পাশাপাশি শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী প্রমুখ যার যার চরিত্রে ছিলেন অনবদ্য। ক্ষণিকের উপস্থিতিতে নিজেকে চমৎকারভাবে মেলে ধরেছেন জিয়াউল হক পলাশ।