NYC Sightseeing Pass
Logo
logo

ভোজ্য তেলসহ ৪ পণ্যে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ১১:২১ পিএম

ভোজ্য তেলসহ ৪ পণ্যে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কি কাজ করেছে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রী কার্যালয় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে জানতে চান তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

 

মাহবুব হোসেন বলেন, ‘রমজান উপলক্ষে ভোজ্য তেল, চিনি, চাল, খেজুর এই চার পণ্যে শুল্ক হ্রাসের কথা বলেছেন প্রধানমন্ত্রী। একই সাথে এই চার পণ্য সরবরাহ নিশ্চিতের কথা বলেছেন। সরবরাহ ক্ষেত্রে ঘাটতি যেন না থাকে। সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্থায়ী কাঠামো পাচ্ছে দ্রুত বিচার আইন। ২০০২ সালে করা এই আইন আগে ২ বছর পর পর মেয়াদ বাড়ানো হতে। মন্ত্রিসভা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০২৪ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’