শাহাদাতকে বোল্ড করেন তিনি। ফেরার আগে ২৯ বলে ৩১ রান করেন শাহাদাত। তবে হাফ সেঞ্চুরি করেন আভিস্কা। ফিফটির পর আরো আগ্রাসী হয়ে যান এই শ্রীলঙ্কান। যদিও ৩০ রানে একবার জীবন পেয়েছিলেন তিনি।
শেষদিকে আভিষ্কার সঙ্গে ঝড় তোলেন ক্যাম্ফার। তাদের ১১ বলে ৩৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে ১৯৩ করে চট্টগ্রাম। এই বিপিএলে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৫০ বলে ৯১ রানে অপরাজিত থাকেন আভিস্কা। ক্যাম্ফার করেন ৯ বলে ২৯। রান তাড়ায় এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন আহমেদ শেহজাদ। তার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৫ ওভারে ৫০ রান তোলে বরিশাল। ষষ্ঠ ওভারে ফিরে যান তিনি। তামিমের সাথে ৫৫ রানের জুটি গড়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাম্ফারকে ক্যাচ দিয়ে আউট হন এই পাকিস্তানি ব্যাটার।
সেই ক্যাম্ফার পরে ধসিয়ে দেন চট্টগ্রামের ব্যাটিং বিভাগ। একে একে ফেরান তামিম ইকবাল (৩৩), সৌম্য সরকার (১৭), মাহমুদ উল্লাহ (৩) ও ইয়ানিক ক্যারিয়াহকে (৪)। এরপর মেহেদী হাসান মিরাজ (১৬ বলে ৩৫) ও মুশফিকুর রহিম (২২ বলে ২৩) চেষ্টা চালালেও প্রয়োজন মেটাতে পারেননি। ৭ উইকেট হারিয়ে ১৮৩ তোলে বরিশাল।