আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের ১৫ জেলায় সামান্য থেকে হালকা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এ ছাড়া চট্টগ্রামে আট মিলিমিটার, কক্সবাজার ও নোয়াখালীর হাতিয়ায় সাত মিলিমিটার এবং বান্দরবানে ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায়ও এ সময় সামান্য (এক মিলিমিটারের কম) বৃষ্টি হয়েছে।
রংপুর (আট জেলা) বিভাগের সব জেলা ও নওগাঁ জেলার ওপর দিয়ে গতকাল মৃদু (আট থেকে ১০ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে গেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৬ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ৮.৮ ডিগ্রি এবং নওগাঁর বদলাগাছী, নীলফামারীর ডিমলা ও রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি।