গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলা এখনো চলছে। গত ২৪ ঘণ্টায় ১৯৫ জন নিহত এবং ৩৫৪ জন আহত হয়েছে। এতে ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৯০ জনে। পাশাপাশি এ সময় আরো ৬৩ হাজার ৩৫৪ জন আহত হয়েছে।
খবর প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলা এখনো চলছে। গত ২৪ ঘণ্টায় ১৯৫ জন নিহত এবং ৩৫৪ জন আহত হয়েছে। এতে ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৯০ জনে। পাশাপাশি এ সময় আরো ৬৩ হাজার ৩৫৪ জন আহত হয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে।
এদিকে জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দ ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।