সারাবিশ্ব কোরিয়ান কে-পপ, নাটক বা সিনেমায় মাতোয়ারা থাকলেও উত্তর কোরিয়ায় তা নিষিদ্ধ। আইন ভঙ্গ করলেই পেতে হবে কঠোর শাস্তি। সম্প্রতি
একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দুই কিশোরকে হাতকড়া পরাচ্ছেন উত্তর কোরিয়ার দুই ইউনির্ফমধারী কর্মকর্তা।
খবর প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম
সারাবিশ্ব কোরিয়ান কে-পপ, নাটক বা সিনেমায় মাতোয়ারা থাকলেও উত্তর কোরিয়ায় তা নিষিদ্ধ। আইন ভঙ্গ করলেই পেতে হবে কঠোর শাস্তি। সম্প্রতি
একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দুই কিশোরকে হাতকড়া পরাচ্ছেন উত্তর কোরিয়ার দুই ইউনির্ফমধারী কর্মকর্তা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ২০২২ সালে ধারণ করা হয়ে থাকতে পারে। ভিডিওটি সবাইকে সতর্ক করার জন্য প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সরকার।
তিনি আরো বলেন, ‘ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য এখন সমস্যা হচ্ছে, তরুণরা এখন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে।
উত্তর কোরিয়ার কর্তৃপক্ষের তৈরি করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বড় ধরণের পাবলিক ট্রায়ালে দুই কিশোরের বিচার করা হচ্ছে। সেখানে ধূসর রঙের পোষাক পরা দুই ছাত্রকে হাতকড়া পরানো হচ্ছে। একটি আউটডোর স্টেডিয়ামে শতাধিক ছাত্রের সামনে তারে হাতকড়া পড়ানো হয়।
এর আগে কোনো যুবক দক্ষিণ কোরিয়ার নাটক বা গান শুনতে গিয়ে ধরা পড়লে, যুব শ্রম শিবিরে পাঠানো হতো। তবে ২০২০ সালে উত্তর কোরিয়া নতুন আইন প্রণয়ন করে, যেখানে দক্ষিণ কোরীয় বিনোদন দেখা কঠোর অপরাধ এবং এর জন্য শাস্তি পেতে হবে। ওই ভিডিওতে কিছু নারীকেও হাতকড়া পরা অবস্থায় দেখা যায়।