ছোট লক্ষ্য নিয়েও লড়াইটা ভালোই জমিয়ে তুলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১২২ রানের লক্ষ্য তাড়ায় নেমে এক পর্যায়ে ৩২ রানে খুলনা টাইগার্সের ৩ উইকেট তুলে নেয় তারা। তবে আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয় ও ফাহিম আশরাফের তিনটি কার্যকরী ইনিংসে শেষ পর্যন্ত ৪ উইকেট ও ১০ বল হাতে রেখে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে খুলনা। আর প্রথম ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে দারুণ জয়ের পর টুর্নামেন্টে প্রথম হার দেখল চট্টগ্রাম।